বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৮০ ডলারের নিচে নামল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৮০ ডলারের নিচে নামল

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ৮০ ডলারের নিচে নেমেছে। মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমে গেছে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের ধসের পর বাজারে নতুন করে এক আর্থিক সংকটের উদ্বেগ দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার ব্রেন্ট ক্রুডের দাম জানুয়ারি শুরুর পর থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দামও ডিসেম্বরের পর থেকে সর্বনিম্নে ঠেকেছে।

এরই ধারাবাহিকায় মঙ্গলবারও জ্বালানি তেলের দামে পতন দেখা দেয়। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৮৭ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি ব্যারেল নামে ৭৯ দশমিক ৯০ ডলারে। অন্যদিকে ডব্লিউটিআই এর দাম ৮৫ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৩ দশমিক ৯৩ ডলার নেমেছে।

সিলিকন ভ্যালি ব্যাংকের এ আকস্মিক পতনের পর অন্যান্য ব্যাংকগুলোর উদ্বেগ বেড়েছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংক তার আর্থিক নজরদারির গতি কিছুটা কমিয়ে দিতে পারে কি না, তা নিয়েও জল্পনা-কল্পনা চলছে।

তেলের দাম কমার বিষয়ে সিএমসি মার্কেটসের একজন বিশ্লেষক লিওন লি বলেছেন, ‘অপরিশোধিত তেলের দামের ওপর সিলিকন ভ্যালি ব্যাংকের ধসের প্রভাব তো পড়েছেই, তার পাশাপাশি চীনের দুর্বল অর্থনৈতিক পুনরুদ্ধারেরও প্রভাব পড়েছে। কারণ চীনে কঠোর কোভিড-১৯ বিধিনিষেধ থেকে সরে আসার পর ধারণা করা হচ্ছিল যে দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তবে সেটি প্রত্যাশা মোতাবেক পুনরুদ্ধার করতে পারছে না। যার প্রভাবই পড়েছে তেলের দামে।

আন্তর্জাতিক