বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের এই দিনে ১০৩ বছর আগে ১৯২০ সালে জন্মগ্রহণ করেছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ১৭ মার্চ তাঁর জন্মদিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে উদ্যাপন করা হয়ে থাকে।
ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক রাজনীতিকে আদর্শিক ভিত্তি করে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের অবিসংবাদিত নেতা হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। বিভিন্ন সময় এই অঞ্চলের স্বাধিকার আন্দোলনের দাবি উঠেছিল। কিন্তু তাঁর ছয় দফাকে ভিত্তি করে জাতীয়তাবাদের চেতনা ও স্বাধিকারের দাবি সামনে আসে।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ছয় দফা দেওয়ার পর বঙ্গবন্ধু মানুষকে দ্রুত বাঙালি জাতীয়তাবাদী চেতনার পক্ষে সংগঠিত করতে সক্ষম হন এবং ধাপে ধাপে এগোতে থাকেন স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের পথে। তিনি দলীয় সীমানা পেরিয়ে হয়ে ওঠেন স্বাধীনতাসংগ্রামের একক নেতা।বিস্তারিত