আগামী অর্থবছরের (২০২৩-২৪) বাজেট প্রণয়নের কাজ ইতোমধ্যেই শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে আগামী রোববার থেকে প্রাক-বাজেট আলোচনায় বসছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুরুর দিন বাজেটের নীতিগত দিক নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করবেন তিনি। বাজেটকে আরও সময়োপযোগী করতে পরামর্শ চাইবেন অর্থমন্ত্রী।
এর পরের দিন সোমবার দেশের ব্যবসায়ী সংগঠন এবং মঙ্গলবার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করবেন অর্থমন্ত্রী। পরে তিনি আরও বেশ কিছু প্রাক-বাজেট আলোচনায় অংশ নেবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রাক-বাজেট আলোচনাগুলো ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
এদিকে আগামী অর্থবছরের বাজেট নিয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি পেশাজীবীদের সঙ্গে বাজেটের কর-সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করছে সংস্থাটি। এসব আলোচনা থেকে পাওয়া প্রস্তাবগুলো পর্যালোচনা ও যাচাই-বাছাই করে বাজেটে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা