২০২০ সালের ৩১ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে ঢাকা ওয়াসা থেকে ২৬টি খাল হস্তান্তর করা হয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গে সেই খাল উদ্ধার ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। তবে এখন ঢাকা উত্তর সিটি করপোরেশন খাল উদ্ধারে সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করছে। কিন্তু অভিযোগ উঠেছে, সিএস জরিপ অনুযায়ী সীমানা পিলার স্থাপন করায় অনেকের ব্যক্তিগত জায়গায় খুঁটি পড়ছে। জানা গেছে, এতে সীমানা নির্ধারণে জটিলতায় পড়েছে সংস্থাটি।
ভুক্তভোগীরা বলছেন, সিএস জরিপ সরকার করেছে আর মহানগর জরিপও সরকার করেছে- তাহলে মহানগর জরিপ কেন সিটি করপোরেশন গ্রহণ করবে না? বিশেষজ্ঞরা বলছেন, সিএস দাগে খাল ছিল। মহানগর জরিপে ব্যক্তিগত জমি হয় কীভাবে? এগুলো ভুয়া কাগজপত্র।
মিরপুর দারুসসালাম মুজিবনগর আবাসিক এলাকার বাসিন্দা ভুক্তভোগী আবুল হোসেন কাজী গত বছরের ১২ ডিসেম্বর মেয়র বরাবর একটি আবেদন করেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেন ‘আরএস দাগ নম্বর ৫০৮২ ও ৫০৮৩, যা ক্রয় সূত্রে রেজিস্ট্রি দলিল মূলে এবং মহানগর জরিপে মালিক হয়ে খাজনা পরিশোধের মাধ্যমে তিনি ভোগ দখল করে আসছেন।বিস্তারিত