আজ থেকে দেশের ২১১ উপজেলা ও নয়টি জেলায় কেউ গৃহ-ভূমিহীন থাকছে না। এসব উপজেলায় বসবাসকারী প্রতিটি মানুষের আশ্রয়ণের ব্যবস্থা হয়েছে। গৃহহীনদের দুর্দশা লাঘবের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগ বাস্তবায়ন করেছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ জমির মালিকানাসহ ৩৯ হাজার ৩৬৫টি একক ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প এবং বরিশালের বানারীপাড়া পৌরসভার উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে কথাও বলবেন। একই সঙ্গে সারা দেশের সব উপজেলায় একযোগে ভূমিহীন-গৃহহীন মানুষের কাছে এ ঘর হস্তান্তর করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনন্য উদ্যোগ। পৃথিবীর কোনো সরকার এত গৃহহীনকে একসঙ্গে ঘরসহ বাড়ি করে দেওয়ার নজির নেই। ১৯৯৬ সালে সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি জাতির পিতার রেখে যাওয়া অসমাপ্ত জনবান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রমগুলো পুনরায় চালু করেন। ক্ষমতায় থাকাকালে ১৯৯৭ সালের ২০ মে কক্সবাজার জেলার ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের দুর্দশা দেখতে কক্সবাজার পরিদর্শন করেন এবং গৃহহীনদের আবাসনের কথা চিন্তা করে পুনর্বাসনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত মোট ৭ লাখ ৭১ হাজার ৩০১টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পরিবারপ্রতি পাঁচজন হিসেবে এ কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা ৩৮ লাখ ৫৬ হাজার ৫০৫। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প সরাসরি পুনর্বাসন করেছে ৫ লাখ ৫৪ হাজার ৫৯৭টি পরিবারকে। ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দফতরের সমান কার্যক্রমের আওতায় পুনর্বাসিত হয়েছে আরও ২ লাখ ১৬ হাজার ৭০৪টি পরিবার।বিস্তারিত