রমজানের আগে অস্বস্তিতে বাজার সব জিনিসের দাম বেড়েছে ৪০ থেকে ৫০ ভাগ, মাছ মাংস লাগাম ছাড়া

রমজানের আগে অস্বস্তিতে বাজার সব জিনিসের দাম বেড়েছে ৪০ থেকে ৫০ ভাগ, মাছ মাংস লাগাম ছাড়া

পবিত্র মাহে রমজান এক দিন পরই শুরু হচ্ছে। এবার রমজানকে কেন্দ্র করে প্রায় সব জিনিসের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। গত বছরের চেয়ে কোনো কোনো জিনিসের দাম শতভাগ বেড়েছে। এতে ব্যাপক অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ।

ইফতারের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে খেজুর। সারা বছর যে পরিমাণ খেজুর বিক্রি হয়, তার চেয়ে বেশি বিক্রি হয় এ এক মাসেই। খেজুরের দাম গত বছরের তুলনায় ৫০-৬০ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে। অন্য ফলও আইটেমপ্রতি দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৫০ শতাংশ। চিনি, ছোলা, বেসন, ব্রয়লার মুরগি, সব ধরনের মাছ, মাংসের দাম বেড়েছে লাগামছাড়া।

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে দেখা যায়, সবুজ আপেল গত রমজানে ছিল ১৮০ টাকা কেজি। এবার তা ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আনার ৪৫০, সবুজ আঙুর ২৫০, পেঁপে ৮০, নাশপাতি ৩০০ টাকা কেজি। তরমুজ কেজিপ্রতি ৫০, মাল্টা ২৪০, কমলা ২৪০, লেবু হালি ৩০, আনারস পিস প্রতিটি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।বিস্তারিত

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ