সব আসনেই বড় দুই দলের একাধিক প্রার্থী

সব আসনেই বড় দুই দলের একাধিক প্রার্থী

নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের সব আওয়ামী লীগের দখলে। আগামী নির্বাচনেও সব আসন ধরে রাখতে কোমর বেঁধে মাঠে নেমেছে দলটি। আর হারানো আসনগুলো পুনরুদ্ধারে মরিয়া বিএনপি।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি আসনে বড় দুই দলেরই রয়েছে একাধিক প্রার্থী। সব আসনেই জয়ের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। সবকটিতেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নওগাঁ (সাপাহারপোরশানিয়ামতপুর) : এ আসনটি এক সময় বিএনপির ঘাঁটি থাকলেও বিগত ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত সংসদ সদস্য হিসেবে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আগামী নির্বাচনেও তিনি দলীয় প্রার্থী হবেন। এ ছাড়া এ আসনে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এনামুল হকের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রেজাউল হাসান রানার নাম প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন, সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. ছালেক চৌধুরী, গত নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, পোরশা উপজেলা বিএনপির সভাপতি শাহ আহমেদ মোজাম্মেল চৌধুরী, পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লায়ন মাসুদ রানা। জাতীয় পার্টি থেকে দলের জেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা সভাপতি আকবর আলী কালুর নাম প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে।বিস্তারিত

জাতীয় রাজনীতি সারাদেশ