রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেরপুরের আইয়ুব আলী (৬৫)। বাড়ি নিয়ে যেতে লাশবাহী গাড়ির খোঁজে হাসপাতালের বটতলায় ঘোরাঘুরি করছিলেন তার ছেলে সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘লাশবাহী গাড়ি ভাড়া নিতে এসেছিলাম। এখানে সব চালক একই রকম ভাড়া চাইছেন। দরদাম করার সুযোগ নেই। সবকিছু নিয়ন্ত্রণ করে দালাল সিন্ডিকেট। ভাড়া থেকে ১ হাজার টাকা দালাল পাবে। বাইরের কোনো অ্যাম্বুলেন্স এখানে আসতে দেয় না। বাবার লাশ নিয়ে বাড়ি যেতে চাইলে তাদের কাছেই আসতে হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতাল ঘিরে সক্রিয় এ দালাল সিন্ডিকেট। হাসপাতালের শয্যার ব্যবস্থা করা, সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ভাড়া নিয়ে সক্রিয় এ রকম একাধিক সিন্ডিকেট। হাসপাতাল ঘিরে শক্তিশালী বলয় গড়ে তুলেছে তারা। এদের কাছে জিম্মি রোগীরা। পদক্ষেপ নিয়েও এদের দৌরাত্ম্য কমাতে হিমশিম খায় হাসপাতাল কর্তৃপক্ষ। এদের বিরুদ্ধে মাঝে মাঝেই অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু কয়েক দিন আড়ালে থেকে আবার প্রকাশ্যে আসে এদের প্রতাপ। এরা খুবই সংঘবদ্ধ।বিস্তারিত