সব দলেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

সব দলেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

কক্সবাজার জেলায় চারটি সংসদীয় আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য একাধিক প্রার্থীর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বিএনপি আন্দোলনে থাকলেও অনেক প্রার্থী নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টির প্রার্থীদেরও চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীরা স্বতন্ত্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নিজের ও দলীয় প্রধানের ছবিসহ পোস্টার-ব্যানার রাস্তার মোড়ে ঝুলিয়ে বিভিন্ন দিবসের শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করছেন। অনেক প্রার্থী দলীয় নেতা-কর্মীদের নিয়ে এলাকায় পথসভা ও বৈঠক করছেন। অনেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে লবিংও শুরু করে দিয়েছেন।

চারটি সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন ২০ জনের অধিক। বিভিন্ন রাজনৈতিক  দল থেকে প্রার্থী থাকলেও বিগত দিনের ভোটের চিত্র বলছে, জেলার চারটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে।

 

কক্সবাজার জেলার চারটি আসনে ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত বেশির ভাগ ছিল বিএনপি-জামায়াতের দখলে। তবে ১৯৯১ সালে কক্সবাজার ২ ও ৩ আসন এবং ১৯৯৬ ও ২০০৮ সালে কক্সবাজার-৪ আসনে জয়ী হয় আওয়ামী লীগ। ২০১৮ সালের নির্বাচনে চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়।বিস্তারিত

জাতীয় রাজনীতি সারাদেশ