রমজানে ঊর্ধ্বমুখী সবজির বাজার

রমজানে ঊর্ধ্বমুখী সবজির বাজার

রোজার ৫ম দিনে দাম কমলো ব্রয়লার মুরগি ও দেশি মুরগির। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। যা গত সপ্তাহে ছিলো ৩০০ টাকা ছুঁই ছুঁই করছিল। অপরদিকে বাজারে এখনো সোনালি বা কক মুরগি বিক্রির ক্ষেত্রে অস্থিরতা রয়েছে। খুচরা পর্যায়ে একই মুরগি কারও কাছে ৩৩০ কারো কাছে ৩৩৫ এবং কোথাও ৩৪০-৩৬০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে। এই তারতম্যের বিষয়ে ব্যবসায়ীরা মুরগির ছোট, মাঝারি এবং বড় সাইজের কথা উল্লেখ করেছেন।
মাছ

আজ মঙ্গলবার (২৮ মার্চ) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী বাজারে আকার ভেদে আজ রুই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ থেকে ৪৫০ টাকা। ইলিশ মাছ আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে  ৬০০ থেকে ১৪০০ টাকা। পাবদা মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০-৪৫০ টাকা। তেলাপিয়া মাছ ২০০-২২০ টাকা। শোল মাছ আকারভেদে ৬০০-১২০০ টাকা। চিংড়ি মাছ ৬০০-৬৫০ টাকা।
গরু

আজ বাজারে দাম কমতির দিকে ব্রয়লারের প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা। আর দেশী মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা থেকে ৬৫০ টাকা। সোনালি মুরগি ৩৮০-৩৬০ টাকা। অপরদিকে গরুর মাংসের প্রতি কেজির দাম ৭০০ থেকে ৭৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১১০০ টাকা দরে। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি হালি ৪৪ থেকে ৪৬ টাকা।
রমজানের শুরু থেকেই চড়া সবজির দাম। এরমধ্যে রোজার প্রথমদিনে বেগুন, লেবু, শসার মতো ইফতারে প্রয়োজনীয় পদগুলোর দাম অস্বাভাবিক বেড়েছিল। গত চার দিনের ব্যবধানে এগুলোর দাম কিছুটা কমলেও বাজারে অন্যান্য প্রায় সব সবজির দাম ঊর্ধ্বমুখী।বিস্তারিত
জাতীয়