দেশে বেকারের সংখ্যা কমেছে বলে দাবি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির হিসেবে কমার পরও বেকার রয়েছে দেশের ২৬ লাখ ৩০ হাজার নাগরিক। সাত বছর আগের চেয়ে এ সংখ্যা কমেছে প্রায় ৭০ হাজার। বুধবার (২৯ মার্চ) বিবিএস এর শ্রমশক্তি জরিপ ২০২২ সালের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
শ্রম শক্তি জরিপ ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, দেশে গড় বেকারত্বের হার ৩.৬ শতাংশ, যা সংখ্যায় ২৬ লাখ ৩০ হাজার জন।
দেশের পুরুষদের মধ্যে তিন দশমিক ৫৬ শতাংশ বা ১৬ লাখ ৯০ হাজার জন এবং মহিলাদের মধ্যে ৩ দশমিক ৬৩ শতাংশ বা ৯ লাখ ৪০ হাজার জন বেকার।
এর আগে শ্রমজরিপ ২০১৬-১৭ অনুসারে এ বেকারত্বের হারছিল ৪ দশমিক ২ শতাংশ। যার মোট সংখ্যায় ছিল ২৭ লাখ।
যারা সপ্তাহে কমপক্ষে এক ঘণ্টাও কাজের সুযোগ পাননি তাদের বেকার হিসেবে চিহ্নিত করা হয়েছে এই প্রতিবেদনে।