একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি মিনিটে ১২-১৮ বার পর্যন্ত নিঃশ্বাস নেন। ঘণ্টায় নেন ১ হাজার ৮০ বার। দিনে কমপক্ষে ২৫ হাজার ৯২০ বার। শিশুরা প্রতি মিনিটে নিঃশ্বাস নেয় ৩০-৪০ বার। বিশেষজ্ঞরা বলছেন, নানা কারণে রাজধানী ঢাকায় বিশুদ্ধ বাতাস নেই। বিশ্বের মধ্যে দূষিত আর শব্দের শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রথম সারিতে। দিন দিন ভয়াবহ দূষণে মারাত্মক আকার ধারণ করেছে ৪০০ বছরের পুরোনো এ শহর। এ অবস্থায় এক নিঃশ্বাসে শরীরে প্রবেশ করছে বহু রকমের বিষ, যাকে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ বলছেন তারা।
বায়ুদূষণ জীবনকাল সূচক অনুযায়ী, দেশের সবচেয়ে দূষিত শহর ঢাকার বাসিন্দারা গড়ে ৮ বছর করে আয়ু হারাচ্ছেন। চট্টগ্রামে আয়ু কমছে সাড়ে ছয় বছর করে। প্রতিবেদনে বলা হয়, ৬৪ জেলার সবকটিতেই বাতাসে দূষণকারী কণার উপস্থিতি ডব্লিউএইচওর সহনীয় সীমার বেশি।
এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ঢাকার বাতাসে সবচেয়ে বিপজ্জনক সূক্ষ্মাতিসূক্ষ্ম কণা ‘পিএম ২.৫’-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী গ্রহণযোগ্য মাত্রার চেয়ে প্রায় ৮০ গুণ বেশি।বিস্তারিত