সাম্প্রতিক সময়ে নানা গুজবে ব্যাংক খাত থেকে যে টাকা তোলার হিড়িক পড়েছিল, সেই টাকা ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে ইসলামী ব্যাংকের প্রায় তিন হাজার কোটি টাকার আমানত ফেরত এসেছে। ধীরে ধীরে বাকি টাকাও চলে আসবে। ব্যাংকটি ৪০ বছরে পদার্পণ করছে আজ। যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ দীর্ঘ সময়ে ব্যাংকের সাফল্যের কাহিনি তুলে ধরেছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মুনিরুল মওলা। সাক্ষাৎকার নিয়েছেন-হামিদ বিশ্বাস
যুগান্তর : ইসলামী ব্যাংকের অগ্রযাত্রা প্রসঙ্গে জানতে চাচ্ছি।
মুহাম্মদ মুনিরুল মওলা : ১৯৮৩ সালে দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক হিসাবে কার্যক্রম শুরু করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)। এরপর থেকে দেশে প্রচলিত ধারার ব্যাংকের পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকের প্রসার ঘটতে থাকে। বর্তমানে ১০টি পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংক রয়েছে। এছাড়া প্রায় সব ব্যাংক প্রচলিত ধারা ব্যাংক ব্যবসার পাশাপাশি শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং উইন্ডো বা ইসলামি ব্যাংকিং শাখা চালু করেছে। ফলে ব্যাংকিং খাতে ইসলামি ব্যাংকিংয়ের অংশীদারত্ব বাড়ছে। ইসলামী ব্যাংক একের পর এক নতুন সাফল্য নিয়ে আসছে। ব্যাংকটি আমানত, বিনিয়োগ, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স আহরণ, শিল্পায়ন, এসএমই বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন, পল্লি উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নসহ প্রায় সব ক্ষেত্রে অনুস্মরণীয় হয়ে উঠেছে। জাতীয় প্রবৃদ্ধি ও উন্নয়নের অংশীদার ইসলামী ব্যাংক রাষ্ট্রীয় কোষাগারে অন্যতম বৃহৎ করদাতা।বিস্তারিত