আকাশছোঁয়া বিমান ভাড়ায় বিপাকে যাত্রী সমান দূরত্বে ভারতের দ্বিগুণ বাংলাদেশে ♦ কভিডের আগের তুলনায় এশিয়ায় বেড়েছে ৩৩% ♦ ফ্লাইট কম, টিকিট বিক্রিতে অনিয়ম

আকাশছোঁয়া বিমান ভাড়ায় বিপাকে যাত্রী সমান দূরত্বে ভারতের দ্বিগুণ বাংলাদেশে ♦ কভিডের আগের তুলনায় এশিয়ায় বেড়েছে ৩৩% ♦ ফ্লাইট কম, টিকিট বিক্রিতে অনিয়ম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে লাগবে ঠিক ৪ ঘণ্টা ৫০ মিনিট। আপনাকে কলকাতা-দুবাই-কলকাতা যাতায়াতের জন্য এমিরেটস এয়ারলাইনসে ভাড়া দিতে হবে ৩৪ হাজার ৫২ রুপি বা ৪২ হাজার ৭৭৫ টাকা। একই এয়ারলাইনসে আপনি যদি ঢাকা থেকে দুবাই গিয়ে আবার ঢাকায় ফেরত আসেন তাহলে আপনাকে গুনতে হবে প্রায় ৮০ হাজার টাকা। গতকাল এমিরেটস এয়ারলাইনসের ওয়েবসাইটে গিয়ে ঢাকা ও কলকাতার বিমান ভাড়ার এসব তথ্য পাওয়া গেছে।

শুধু দুবাই নয়, ঢাকা থেকে বিশ্বের যে কোনো দেশে যাওয়ার জন্য গুনতে হচ্ছে প্রতিবেশী দেশটির দ্বিগুণ ভাড়া। কয়েকটি দেশে যেতে বিমান ভাড়া দুই থেকে চার গুণ পর্যন্ত বেড়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, চাহিদার তুলনায় ফ্লাইট সংখ্যা কম থাকার পাশাপাশি টিকিট বিক্রিতে অনিয়মের কারণে এ সংকট তৈরি হয়েছে, বেড়েছে ভাড়া। এতে বেশি বিপাকে পড়েছেন প্রবাসী কর্মীরা। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কিছুদিন আগেও ভাড়া ছিল ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। সম্প্রতি সেই ভাড়া বেড়ে ৬০ হাজার থেকে ১ লাখে পৌঁছেছে। আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশে যেতেও বিমানের ভাড়া বেড়েছে। এতে বেশি বিপাকে পড়েছেন প্রবাসী কর্মীরা। কারণ এসব দেশেই বেশির ভাগ শ্রমিক কাজে যাচ্ছেন।

জাতীয়