দখলে রাখতে চায় আওয়ামী লীগ পুনরুদ্ধারে বিএনপি

দখলে রাখতে চায় আওয়ামী লীগ পুনরুদ্ধারে বিএনপি

মাগুরায় চারটি উপজেলা নিয়ে দুটি সংসদীয় আসন। জেলাটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে চিহ্নিত। দুটি আসনই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে।

স্বাধীনতা-পরবর্তী নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ ছয়বার, বিএনপি দুবার এবং জাতীয় পার্টি দুবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। মাগুরা-২ থেকে আওয়ামী লীগ সাতবার, বিএনপি একবার ও জাতীয় পার্টি একবার সংসদে প্রতিনিধিত্ব করে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠছে মাগুরার রাজনৈতিক অঙ্গন। দলীয় কর্মকান্ডে সরব উপস্থিতিসহ সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করছেন নেতারা। তাদের সাধ্য অনুযায়ী বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। মাগুরা জেলায় রাজনৈতিকভাবে আওয়ামী লীগ শক্ত অবস্থানে আছে। দলটি মনে করে মাগুরার দুটি আসন আবার তাদের দখলেই থাকবে। অন্যদিকে এ আসন দুটি দখলে নিতে বিএনপি ভিতরে ভিতরে ব্যাপক কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। দলটি মনে করে, সাধারণ মানুষ আওয়ামী লীগ সরকারের অপশাসনে অসহায়ভাবে জীবনযাপন করছে। জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে বিএনপিকেই ভোট দেবে।বিস্তারিত

জাতীয় রাজনীতি সারাদেশ