রেস্টুরেন্টে নিষিদ্ধ করা হলো স্মার্টফোন

রেস্টুরেন্টে নিষিদ্ধ করা হলো স্মার্টফোন

স্মার্টফোন যেমন আমাদের জীবনকে সুন্দর করেছে, তেমনি এটি কেঁড়ে নিয়েছে অনেক কিছু। আজকের দিনে প্রায় সব কিছুতেই স্মার্ট ফোন আসক্তি একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমনকি সিনেমা হলে, কারও সঙ্গে গল্প করতে গেলে কিংবা রেস্টুরেন্টে খাওয়ার সময়ও মানুষ তার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। তাই এমন অবস্থা থেকে বের হতে নতুন নিয়ম চালু করেছে জাপানের একটি রেস্টুরেন্ট।

এনডিটিভির খবরে জানানো হয়েছে, জাপানি ওই রেস্টুরেন্টের নাম দেবু-চান। এখন থেকে ওই রেস্টুরেন্টে খেতে চাইলে মোবাইল ফোন ছাড়াই আসতে হবে ক্রেতাদের। সেখানে মোবাইল নিয়ে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। মূলত খাবারের মান বজায় রাখতে এবং অপেক্ষার সময় কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে জাপানি ওই রেস্টুরেন্ট। এরইমধ্যে জাপানি সোশ্যাল মিডিয়ায় হট টপিকে পরিণত হয়েছে এই সিদ্ধান্তটি।

ওই রেস্টুরেন্টের ব্যবস্থাপনার মতে, গ্রাহকরা তাদের সামনে খাবার নিয়ে তাদের ফোনে ব্যস্ত থাকেন, যার কারণে খাবার ঠাণ্ড হয়ে যায় এবং খাবারের গুণমান বজায় থাকে না। এর ফলে তারা আবার উল্টো অভিযোগও করেন আমাদের কাছে। মূলত যারা রেস্টুরেন্টে বসে ভিডিও দেখে তারাই এমন অভিযোগ দেয়।

 

তাদের ভিডিও দেখার কারণে অন্য গ্রাহকের সমস্যা হয়। তাই এসব সমস্যা মোকাবিলায় ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, স্মার্টফোন আসক্তি আমাদের মস্তিষ্ককে ভয়াবহ ক্ষতি করে। স্মার্টফোনের ওপর এমন অতি নির্ভরতা মানসিক সমস্যা সৃষ্টি করে। তারা এর পরিমিত ব্যবহারে উৎসাহিত করেন সকলকে।

আন্তর্জাতিক