সময় তখন সকাল সাড়ে ৯টা। রাজধানীর শাহজাদপুরের বাঁশতলা গলিতে গাড়ির চাপ। সরু গলিটি দিয়ে ধীরে পার হচ্ছিল বিভিন্ন যানবাহন। হঠাৎ একটি মোটরসাইকেল উল্টো দিকের লেন একটু ফাঁকা পেতেই টান দিয়ে সামনে চলে যায়। তার দেখাদেখি আরও চার-পাঁচটি মোটরসাইকেল এগিয়ে যায়। পরে যায় আরও কয়েকটি। ৫০ গজ সামনে গিয়েই বিপরীত থেকে আসা সিএনজি অটোরিকশার সামনে আটকা পড়ে মোটরসাইকেলগুলো। তখন আর পেছনে আসার সুযোগও নেই। মুহূর্তে থমকে যায় পুরো রাস্তার যান চলাচল। প্রভাব পড়ে আশপাশের সব সড়কে। আটকা পড়ে স্কুল শিক্ষার্থীদের বহনকারী বেশ কয়েকটি স্কুলভ্যানও। গত বুধবার সেই জট খুলতে লেগে যায় দেড় ঘণ্টার বেশি।
মোটরসাইকেল বা রাইড শেয়ার রাজধানীর গণপরিবহন সংকট থেকে নগরবাসীকে কিছুটা নিস্তার দিলেও বর্তমানে যেন অভিশাপে পরিণত হয়েছে। সড়কে নিয়মকানুনের ধার ধারছেন না অনেক বাইকার। সামান্য ফাঁক পেলেই মোটরসাইকেলের মাথা ঢুকিয়ে বন্ধ করে দিচ্ছেন অলিগলি। আগে যাওয়ার জন্য উল্টোপথে গিয়ে বন্ধ করে দিচ্ছেন আসা-যাওয়ার উভয় পথ। সেই যানজটে আটকা পড়ছেন নিজেও। যানজটের মধ্যেও হর্নের শব্দে ভারী করে ফেলছেন বাতাস। সুযোগ পেলেই বাইক তুলে দিচ্ছেন ফুটপাতে। বাইকারদের এমন স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ পথচারী, সড়কের পাশের দোকানদারসহ অন্য যানবাহনের চালকরা।বিস্তারিত