দায়সারা নোটিসেই সময় পার করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। জরিপের পর ভবনের গায়ে কেবল অগ্নিঝুঁকিপূর্ণ ব্যানার সাঁটিয়েই দায় সারছে সংস্থাটি। তবে চিঠি ইস্যুর পরে আর কোনো পদক্ষেপ না নেওয়ায় ঘটেই চলেছে একের পর এক ভয়ংকর অগ্নিকা-। ফায়ার সার্ভিসের ২০১৮ সালের জরিপে রাজধানীতে ১ হাজার ৩০৫টি ‘অগ্নিঝুঁকিপূর্ণ’ বাণিজ্যিক ভবনের মধ্যে ১৫টি ছিল ‘অতি ঝুঁকিপূর্ণ’। এ ১৫টির মধ্যে অন্যতম ছিল ‘বঙ্গবাজার কমপ্লেক্স’। টানা ১০ বার নোটিস ইস্যুর পরও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনো পরিবর্তন আনেনি মার্কেট কর্তৃপক্ষ। সর্বশেষ ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়ংকর অগ্নিকা- রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর বিপণিবিতানের অগ্নিনিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য করছে সংশ্লিষ্টদের। ফায়ার সার্ভিসের জরিপই বলছে, প্রতি বছরই বাড়ছে বিপণিবিতানে আগুনের ঘটনা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (অগ্নিনির্বাপণ) অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আইন আমাদের যতটুকু ক্ষমতা দিয়েছে, ততটুকুই আমরা প্রয়োগ করছি। আইনের বাইরে তো আমরা যেতে পারি না। তবে আমাদের সব সদস্য প্রতিটি ঘটনায় তাদের সর্বোচ্চটা দিয়ে আসছেন। এখন আমরা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাকে সঙ্গে নিয়ে রাজধানীর মার্কেটগুলোয় যাচ্ছি।’বিস্তারিত