বন্ধের মধ্যেও পহেলা বৈশাখ উদযাপন করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে

বন্ধের মধ্যেও পহেলা বৈশাখ উদযাপন করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে

আগামী ১৪ এপ্রিল উদযাপিত হবে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। গত ২ বছর রমজানের মধ্যে পহেলা বৈশাখ উদযাপিত হয়ে আসছে। এবারও বৈশাখের প্রথম দিনটি রমজানের মধ্যে। রমজানে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি চলছে। এই ছুটির মধ্যেও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে।
সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হবে।
জানা গেছে, আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে হবে। এদিন সকালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি করতে হবে হবে।
অন্যান্য বছরের মতো এবারও পুরো রমজানজুড়েই স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি চলছে। তবে করোনার সময় শিক্ষার ঘাটতি পোষাতে প্রাথমিক স্কুলে ক্লাস চলে ১৪ রমজান বা ৬ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। অর্থাৎ শুক্রবার থেকে প্রাথমিক স্কুলে ঈদের ছুটি শুরু হয়েছে। এর মধ্যেও বাংলা নববর্ষের অনুষ্ঠান করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেবিস্তারিত

জাতীয়