উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। বাল্টিক সাগর উপকূলে দেশটির অবস্থান। দেশটির আয়তন ৩ লাখ ৩৮ হাজার ৪৫৫ বর্গকিলোমিটার। প্রায় ৫৬ লাখ মানুষ বাস করে ফিনল্যান্ডে। ইউরোপের যেসব দেশে সবচেয়ে কম মানুষের বসবাস, সেই তালিকায় ফিনল্যান্ডের অবস্থান তৃতীয়।
সাম্প্রতিক বছরগুলোয় একটি বিশেষ কারণে ফিনল্যান্ডের নাম বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। আর তা হলো, পরপর ছয়বার দেশটি বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেয়েছে।
বিশ্বের সবচেয়ে সুখী দেশ হওয়া সত্ত্বেও একটি ব্যাপার নিয়ে ফিনল্যান্ডবাসীর মধ্যে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা লক্ষ করা যায়।
ফিনল্যান্ডবাসীর এই নিরাপত্তাহীনতার মূলে রয়েছে প্রতিবেশী দেশ রাশিয়া। ফিনল্যান্ডের বেশির ভাগ মানুষ মনে করেন, রাশিয়া তাঁদের দেশে হামলা চালাতে পারে। ইউক্রেনের মতো ফিনল্যান্ডেও ঢুকে যেতে পারেন রুশ সেনারা।বিস্তারিত