আগামী সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী-সমর্থকদের তৎপরতা শুরু হয়ে গেছে। বিশেষ করে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা তাদের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।
বর্তমানে জেলার তিনটি সংসদীয় আসনই আওয়ামী লীগের দখলে। আগামী নির্বাচনেও সব কটি আসনই পেতে চায় দলটি। আর আসন উদ্ধার করতে চায় বিএনপি। অন্যদিকে একক নির্বাচন করতে চায় জাতীয় পার্টি (জাপা)।
আওয়ামী লীগের নীতিনির্ধারকরা বলছেন, তিনটি আসনই ধরে রাখতে কাজ করছে জেলা আওয়ামী লীগ। সে অনুযায়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। বিএনপি বলছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ তাদের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে।
খোঁজ নিয়ে জানা যায়, মনোনয়নপ্রত্যাশী নেতারা দল ও এলাকায় যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। কারা দলীয় প্রার্থী হতে পারেন এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যেও নানা আলোচনা চলছে। কিছু প্রার্থী এলাকায় অনুপস্থিত থাকলেও নির্বাচনে প্রার্থী হবেন বলে জানা গেছে। বিরোধী দল বিএনপি ও অন্য দু-একটি রাজনৈতিক দলের এখনো এ নির্বাচন ঘিরে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। তবে প্রতিটি আসনেই দলগুলোর প্রার্থীর ছড়াছড়ি রয়েছে।বিস্তারিতhttps://www.bd-pratidin.com/last-page/2023/04/11/875622