নষ্ট যন্ত্রপাতির হিসাব নামেই বিশেষায়িত হাসপাতাল

নষ্ট যন্ত্রপাতির হিসাব নামেই বিশেষায়িত হাসপাতাল

দেশের মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর অবস্থাও জেলা-উপজেলা হাসপাতালের চেয়ে তেমন একটা ভালো নয়। এসব হাসপাতালে বেশির ভাগ চিকিৎসা যন্ত্রপাতি অচল অবস্থায় পড়ে আছে। এমআরআই, সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ যন্ত্র মেরামত অযোগ্য থাকায় জরুরি ও ব্যয়বহুল এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। চিকিৎসক থাকলেও যন্ত্রপাতির স্বল্পতায় পূর্ণাঙ্গ সেবা মিলছে না। অর্থাৎ দেশের টারশিয়ারি পর্যায়ের চিকিৎসা প্রতিষ্ঠানও স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠেনি। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা গেছে, ১৩টি মেডিকেল কলেজ হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম যন্ত্র আছে ১৪৯টি, ৭৮টিই অচল। ১০৪টি এক্স-রে যন্ত্রের ৩০টি অচল। অ্যানেসথেসিয়া যন্ত্র ১১০টি, যার ৪৬টি অচল। ২৮৩টি ওটি টেবিলের মধ্যে অচল ৫১টি। ২৩৭টি ওটি লাইটের (সিলিং) মধ্যে অচল ৩৬টি। ৮৩টি পোর্টেবল ওটি লাইটের মধ্যে অচল ১৯টি। অ্যাম্বুলেন্স ৭৪টি, অচল ৩১টি।

পাঁচটি বিশেষায়িত হাসপাতালে ৬৮টি অ্যানেসথেসিয়া মেশিনের ১৫টি অচল। ৩৩টি আল্ট্রাসনোগ্রাম মেশিনের মধ্যে অচল ৬টি। এক্স-রে মেশিন আছে ৩৬টি, অচল ১১টি। ইসিজি মেশিন ১৬৭টির মধ্যে ৬৮টি অচল। ৪৮টি ওটি টেবিলের মধ্যে অচল ১২টি। ওটি লাইট (সিলিং) ৫০টির মধ্যে অচল ৯টি। ওটি লাইট (পোর্টেবল) ৩৩টি, অচল ৬টি। অ্যাম্বুলেন্স ২৩টি, অচল ১১টি।বিস্তারিত

স্বাস্থ্য