সাহ্রি ও ইফতারের খাবারে আকর্ষণীয় মূল্যছাড়! রাজধানীর একটি খ্যাতনামা রেস্তোরাঁর নামে ভুয়া ফেসবুক পেজ খুলে দেওয়া হচ্ছিল এমন বিজ্ঞাপন। চটকদার বিজ্ঞাপন দেখে অনেক ক্রেতাই খাবারের ফরমাশ দিয়ে আগাম দাম পরিশোধ করেছেন। পরে ওই রেস্তোরাঁয় গিয়ে জানতে পারেন, প্রতারিত হয়েছেন তাঁরা। এই প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি জানিয়েছে, রাজধানীর যে রেস্তোরাঁর নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণা করা হচ্ছিল, সেটির নাম ‘দ্য ক্যাফে রিও’।
চক্রের সদস্যরা শুধু খাবারের দোকানের নয়, তাঁরা ফেসবুকে লোভনীয় ছাড়ে মোবাইল ফোন, ঘড়ি, বাইসাইকেল, ক্যামেরা ও বাচ্চাদের খেলনা বিক্রির বিজ্ঞাপন দিয়েও প্রতারণা করে আসছিল। পরে এ ঘটনায় ক্যাফে রিওর ব্যবস্থাপক রাসেল সরকার বাদী হয়ে ঢাকার পল্লবী থানায় একটি মামলা করেন। তিনি মামলায় অভিযোগ করেন, গত ৩ মার্চ কয়েকজন ক্রেতা প্রতারকদের ভুয়া ফেসবুক পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী খাবারের দাম পরিশোধ করে তাঁদের রেস্তোরাঁর মিরপুর শাখায় খেতে এলে বিষয়টি ধরা পড়ে। এ রকম আরও একাধিক গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। প্রতারক চক্রের সদস্যরা ক্যাফে রিওর নাম-ঠিকানা ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে এই কাজ করছিল।বিস্তারিত