যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামায় একটি জন্মদিনের পার্টিতে গুলির ঘটনায় চারজন নিহত ও ২৮ জন আহত হয়েছে।
পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য ও স্থানীয় গণমাধ্যমের খবরের বরাত দিয়ে আজ সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার আলাবামার কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শনিবার রাতে আলাবামার ছোট শহর ডেইডভিলে বন্দুক হামলার এই ঘটনা ঘটে।
তবে কী কারণে এমন সহিংসতার ঘটনা ঘটলো সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।
রোববার আলাবামার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা সার্জেন্ট জেরেমি বুরকেট দু’বার সংবাদ সম্মেলন করলেও তিনি কোনো প্রশ্ন গ্রহণ করেননি।
এ ছাড়া গুলির ঘটনায় সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা বা গুলি চালানোর কারণ সম্পর্কে তদন্তকারীরা কিছু জানতে পেরেছেন কিনা সে বিষয়েও কিছু বলেননি সার্জেন্ট জেরেমি। এছাড়া যারা নিহত হয়েছে তাদের নামও প্রকাশ করেননি তিনি