লম্বা ছুটিতে ঝামেলাহীন ঈদযাত্রা নাড়ির টানে ঘরমুখো মানুষ, ফাঁকা রাজধানী

লম্বা ছুটিতে ঝামেলাহীন ঈদযাত্রা নাড়ির টানে ঘরমুখো মানুষ, ফাঁকা রাজধানী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের লম্বা ছুটি শুরু হয়েছে গতকাল। রোজা ৩০টি হলে এ ছুটি গড়াবে ছয় দিনে। ঈদের আগে আজ বৃহস্পতিবার শেষ কর্মদিবস নির্ধারিত থাকলেও এ দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে গতকালই ছুটি শুরু হয়েছে সরকারি অফিসগুলোয়। বেসরকারি বিভিন্ন দফতরেও ছুটি শুরু হয়েছে সরকারি ছুটির সঙ্গে সংগতি রেখে। দীর্ঘ ছুটি হওয়ায় এবারের ঈদযাত্রাও তুলনামূলক ঝামেলাহীন। নাড়ির টানে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় রাজধানী এখন একেবারেই ফাঁকা। বাস, ট্রেন, লঞ্চ ও আকাশ পথে বাড়ি ফিরছে মানুষ। গাবতলী, মহাখালী ও যাত্রাবাড়ীতে যাত্রীর চাপ থাকলেও যানজট বা ভোগান্তির চিত্র নেই। রাজধানীর বাইরে থেকেও আমাদের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিরা স্বস্তির ঈদযাত্রার খবর জানিয়েছেন। ঈদে বাড়ি ফেরা উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। মহাসড়কে দূরপাল্লার বাসের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ির চলাচল। সড়কে বিপুলসংখ্যক মোটরসাইকেল ও প্রাইভেটকার চলতে দেখা গেছে। রাজধানী থেকে ট্রেনগুলোও সময়মতো ছাড়ছে। নেই চিরচেনা ভিড়। স্ট্যান্ডিং টিকিটও ছিল সীমিত। কিছু ট্রেন বিলম্বে ছাড়লেও বেশির ভাগ ট্রেন সময়মতো ঢাকা ছেড়ে গেছে। তবে ট্রেনগুলোয় বাড়তি যাত্রী দেখা গেছে।বিস্তারিত

জাতীয়