আগামী ৬ মে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলার আনুষ্ঠানিক অভিষেক হবে। ঐতিহাসিক দিনটি উপলক্ষে ব্রিটিশ কোম্পানি ও দাতব্য প্রতিষ্ঠানগুলো সৃজনশীল কায়দায় নানা ধরনের পণ্য তৈরি করছে। চায়ে স্বাদযুক্ত সুগন্ধি ডোনাট, বিশেষভাবে তৈরি স্পার্কলিং ওয়াইন, বিশেষ স্টিকারসহ বিভিন্ন পণ্য বাজারে ছাড়ছে তারা। আবার কেউ কেউ বিশেষ যানের ব্যবস্থা করছে। এমন কিছু পণ্য ও বিশেষ উদ্যোগ সম্পর্কে জে নেওয়া যাক—
বিশেষ ওয়াইন
যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠান চ্যাপেল ডাউন ওয়াইনারি চার্লসের অভিষেক উপলক্ষে নতুন একটি ওয়াইন তৈরি করেছে। ২০১৬ সালে সংগ্রহ করা আঙুরের রস থেকে ‘চ্যাপেল ডাউন করোনেশন এডিশন’ নামের বিশেষ এ ওয়াইন তৈরি।
বিশেষ এ ওয়াইনের মোড়কও বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর সামনের অংশে যুক্তরাজ্যের পতাকার ছবি ও আনুষ্ঠানিক অভিষেকের লোগো আঁকা আছে।
ওয়াইনারি মাত্র দুই হাজার বোতল বিশেষ এ ওয়াইন তৈরি করেছে। প্রতি বোতলের দাম ধরা হয়েছে ৬৫ পাউন্ড করে।
এর থেকে পাওয়া মুনাফার অর্থ দাতব্য কাজে খরচ করা হবে। প্রতিষ্ঠানটির দাতব্য কাজের সহযোগী সংস্থা রয়েল ব্রিটিশ লিজিয়নকে এ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে।বিস্তারিত