সুদানে বেড়েছে যুদ্ধবিরতির মেয়াদ। এরপরও রাজধানী খার্তুম থেকে দফায় দফায় ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে সেখানে মানবিক সংকট আরও তীব্র হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, যুদ্ধের এই সময়ে দেশটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এক লাখ মানুষ।
সুদান ছেড়ে যাওয়া এসব মানুষ প্রতিবেশী দেশগুলোর জন্য সংকট ডেকে আনতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো নয়। নড়বড়ে অর্থনীতি সুদানেরও। আগে থেকেই দেশটির দুই-তৃতীয়াংশ মানুষ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল। এরই মধ্যে যুদ্ধের কারণে সেখানে বিভিন্ন সহায়তা পণ্য সরবরাহে বাধা পড়ছে।
সুদানের এই পরিস্থিতি নিয়ে শঙ্কিত প্রতিবেশী মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আজ মঙ্গলবার জাপানের একটি দৈনিক পত্রিকার সঙ্গে আলাপচারিতায় তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধের প্রভাব পুরো অঞ্চলে পড়তে পারে। যুদ্ধ থামাতে সুদানের দুই বাহিনীকে আলোচনায় বাসানোর বিষয়েও আগ্রহও দেখিয়েছেন তিনি।বিস্তারিত