বিশ্বব্যাংকের ঋণ ছাড় হয়নি প্রতিশ্রুতির ৪৫ শতাংশ অর্থ বাংলাদেশের উন্নয়নে বড় অংশীদার

বিশ্বব্যাংকের ঋণ ছাড় হয়নি প্রতিশ্রুতির ৪৫ শতাংশ অর্থ বাংলাদেশের উন্নয়নে বড় অংশীদার

কঠিন শর্ত বাস্তবায়ন করতে না পারায় বিশ্বব্যাংকের ঋণের ৪৫ শতাংশ অর্থই ছাড় করাতে পারছে না বাংলাদেশ। ফলে পাইপলাইনে আটকে রয়েছে মোটা অঙ্কের অর্থ। বিশ্বব্যাংক গত ৫০ বছরে বাংলাদেশকে কম সুদে ৪ হাজার কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ওই সময়ে ছাড় হয়েছে ২ হাজার ২০০ কোটি ডলার। যা মোট প্রতিশ্রুতির ৫৫ শতাংশ।

বাকি ১ হাজার ৮০০ কোটি ডলার ছাড়ের অপেক্ষায় রয়েছে। যা মোট প্রতিশ্রুতির ৪৫ শতাংশ। এসব অর্থ এখনো ছাড় হয়নি। এসব ঋণের বিপরীতে বিশ্বব্যাংকের শর্ত বাস্তবায়ন করতে না পারা, প্রকল্প অনুমোদনসহ আনুষঙ্গিক কাজ যথাসময়ে সম্পন্ন না হওয়ার কারণে ছাড় হয়নি।

সূত্র জানায়, গত জুন পর্যন্ত বিশ্বব্যাংকে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ হাজার ৮১৬ কোটি ৪০ লাখ ডলার। যা মোট বৈদেশিক ঋণের ১০ দশমিক ৯ শতাংশ। দেশের মোট জিডিপির আকারের ৪ দশমিক ৩ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরে বিশ্বব্যাংক থেকে ২৫ কোটি ডলার ঋণ ছাড়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে ঋণের শর্ত বাস্তবায়ন না হওয়ায় বাজেট সহায়তা বাবদ ৫০ কোটি ডলার আটকে রয়েছে। চলতি অর্থবছরের মধ্যে এসব অর্থ ছাড় হতে পারে। এ বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের আলোচনা চূড়ান্ত হয়েছে।বিস্তারিত

অর্থ বাণিজ্য