রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচক্কর এলাকায় গত ২ মে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স যানজট ঠেলে হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটির ঠিক পেছনেই একটি পিকআপ ভ্যান ওভারটেক করার জন্য অ্যাম্বুলেন্সটিকে অনবরত হর্ন দিয়ে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সে থাকা রোগীর এক স্বজন পিকআপ চালককে হর্ন বাজাতে নিষেধ করলে দুজনের মধ্যে তর্ক লেগে যায়। পরে দায়িত্বরত কনস্টেবল এসে পরিস্থিতি সামাল দেন।
এ ধরনের অনাকাক্সিক্ষত শব্দদূষণের ঘটনাকে বিশেষজ্ঞরা এখন ‘শব্দসন্ত্রাস’ বলে অভিহিত করছেন। শব্দদূষণের কারণে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া মানুষ এখন আর স্বস্তিতে ঢাকার রাস্তায় হাঁটতে পারেন না। সড়কে বের হলেই গাড়ির অপ্রয়োজনীয় হর্নের শব্দে কান পাতা কষ্টকর হয়ে পড়ে। মোটরসাইকেল চালকরা আগে যাওয়ার প্রতিযোগিতায় অকারণেই হর্ন বাজান। আবার নতুন উপদ্রব হিসেবে মোটরচালিত রিকশার হর্ন শহরের শব্দদূষণের মাত্রাকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে। দুঃখজনক হলেও শব্দদূষণে বিশ্বের শীর্ষ শহর এখন ঢাকা। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘ফ্রন্টিয়ারস ২০২২ : নয়েজ, ব্লেজেস বিস্তারিতঅ্যান্ড মিসম্যাচেস’ শীর্ষক এই প্রতিবেদনে দেখা যায়, শব্দদূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান প্রথম।বিস্তারিত