টেক্সাসে শপিং মলে বন্দুক হামলা, নিহত ৯

টেক্সাসে শপিং মলে বন্দুক হামলা, নিহত ৯

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। টেক্সাসের ডালাসের উত্তরাঞ্চলের একটি শপিং মলে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির ইমার্জেন্সি সার্ভিস। খবর বিবিসির।

অ্যালেন শহরে ওই হামলার পরপরই শপিং মল থেকে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, এক বন্দুকধারী শপিং মলের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

এদিকে ওই হামলার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ বলছে, একজন ব্যক্তিই বন্দুক নিয়ে হামলা চালিয়েছে।

ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। ওই হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এ বন্দুক হামলাকে ‌ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, তারা স্থানীয় কর্তৃপক্ষকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

আন্তর্জাতিক