ভুল টেস্টে বিপদে রোগী ♦ কারণ না জানিয়ে ধরিয়ে দেওয়া হয় তালিকা ♦ হাসপাতাল-ক্লিনিকের লাভের গুড় টেস্ট থেকে ♦ ফি নিয়ে নেই নীতিমালা রোগীরা বিদেশমুখী

ভুল টেস্টে বিপদে রোগী ♦ কারণ না জানিয়ে ধরিয়ে দেওয়া হয় তালিকা ♦ হাসপাতাল-ক্লিনিকের লাভের গুড় টেস্ট থেকে ♦ ফি নিয়ে নেই নীতিমালা রোগীরা বিদেশমুখী

পেটের ডানপাশে ব্যথায় মাসখানেক ধরে ভুগছিলেন সানজিদা ইয়াসমিন (৪৮)। রাজশাহীতে এক চিকিৎসকের কাছে গেলে তিনি পুরো পেটে আল্ট্রাসনোগ্রাম করতে বলেন। বেসরকারি এক ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করিয়ে রিপোর্ট নিয়ে চিকিৎসকের কাছে গেলে জানান তার জরায়ু পথে টিউমার হয়েছে। তা দ্রুত অপারেশন করতে হবে।

সানজিদা ইয়াসমিন বলেন, ‘চিকিৎসকের কথা শুনে আমার পুরো পরিবার দুশ্চিন্তায় পড়ে যায়। আমরা অপারেশনের জন্য টাকা জোগাড় শুরু করি। তখন আমার স্বামী বলেন, অপারেশনের আগে আরেকবার ঢাকা থেকে ডাক্তার দেখানো প্রয়োজন। আমাকে ঢাকা নিয়ে গিয়ে আবার আল্ট্রাসনোগ্রাম করানো হয়। সে রিপোর্ট নিয়ে আরেক চিকিৎসকের কাছে গেলে জানান টিউমারের কোনো অস্তিত্বই নেই। আগের রিপোর্ট দেখে অকারণে অপারেশন করলে আমার কত বড় ক্ষতি হতো ভাবলেই গা শিউরে ওঠে।’বিস্তারিত

জাতীয় স্বাস্থ্য