পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সহজশর্তে সুযোগ দিলেও তাতে লাভ হয়নি। চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রথমবারের মতো মাত্র ৭ শতাংশ কর দিয়ে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগ দেয় সরকার। সরকারের প্রস্তাব অনুযায়ী, কর দেওয়া হলে বাংলাদেশের বাইরে থেকে আসা এসব অর্থের উৎস সম্পর্কে আয়কর বিভাগসহ কোনো কর্তৃপক্ষই কোনো প্রশ্ন তুলবে না। কিন্তু গত ১০ মাসে একজনও টাকা না ফিরিয়ে আনেনি। ফলে পাচার করা অর্থ দেশে আনার ব্যাপারে সরকার যে সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে, তা আর আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে থাকছে না। একই সঙ্গে রিটার্নে অপ্রদর্শিত অফশোর সম্পদ বা বিদেশে স্থাবর সম্পদ দেখানোর সুযোগ বাতিল করা হচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
চলতি অর্থবছরের বাজেটে দেশ থেকে পাচার করা অর্থ বিনা প্রশ্নে ফেরত আনার সুযোগ দেওয়ার উদ্যোগকে অসাংবিধানিক ও আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং অর্থ পাচারের মতো ঘৃণিত অপরাধকে রাষ্ট্রীয় সুরক্ষার নামান্তর বলে উল্লেখ করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আর বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এই উদ্যোগকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, অর্থনৈতিকভাবে অবাস্তব এবং রাজনৈতিকভাবে অসহযোগিতাপূর্ণ বলে বর্ণনা করেছিল।বিস্তারিত