বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজ মরণব্যাধি উচ্চ রক্তচাপ

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজ মরণব্যাধি উচ্চ রক্তচাপ

দেশে ৩ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন এ রোগের শিকার। আক্রান্তের ৫৯ শতাংশ জানেনই না তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। আক্রান্ত জানলেও অনেকেই নিয়মিত ওষুধ সেবন করেন না। অবহেলায় উচ্চ রক্তাচাপ ডেকে আনছে স্ট্রোক, কিডনি, হৃদরোগের মতো নানা ব্যাধি।

এ পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের জন্য কমিউনিটি ক্লিনিকসহ সব সরকারি হাসপাতালে পাঁচটি ড্রাগ বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে এর দায়িত্বে থাকা ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান (এসেনশিয়াল ড্রাগস) সময়মতো চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ করতে পারছে না। ওষুধ সরবরাহ নিয়মিত না থাকায় ফিরে যাচ্ছেন রোগীরা। তাই যে লক্ষ্যে এ উদ্যোগ, তা মুখ থুবড়ে পড়ছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (অসংক্রামক রোগ) অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘এখন ওষুধের চাহিদা অনেক বেশি। আগে তো চাহিদা জানা ছিল না। আমরা চাহিদা তৈরি করেছি। তবে উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত সেবন না করলে সমস্যা। আমাদের মূল উদ্দেশ্য রোগীর ওষুধ সেবন যেন অনিয়মিত না হয় কিন্তু তবু হচ্ছে। অপারেশনাল প্ল্যান পাস হতে তিন থেকে চার মাস লেগে যায়, তখন ওষুধ সরবরাহে সমস্যা হয়।বিস্তারিত

স্বাস্থ্য