সরকারি সার আত্মসাৎ, ১১৬৩ কোটি টাকা পাওনা আদায়ে মামলা

সরকারি সার আত্মসাৎ, ১১৬৩ কোটি টাকা পাওনা আদায়ে মামলা

সরকারিভাবে আমদানি করা রাসায়নিক সার আত্মসাৎ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্সের বিরুদ্ধে ১ হাজার ১৬৩ কোটি টাকা পাওনা দাবি করে মানি স্যুট (অর্থ আদায়) মামলা করেছে সরকারি প্রতিষ্ঠান রসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি)। গত ২৮ মার্চ ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করা হয়।
বিসিআইসির দুটি তদন্তে উঠে এসেছে, বন্দর থেকে খালাসের পর পরিবহনের দায়িত্বে থাকা পোটন ট্রেডার্স ৭২ হাজার মেট্রিক টন রাসায়নিক সার গুদামে পৌঁছে না দিয়ে তা আত্মসাৎ করে। এতে সরকারের ৫৮২ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। তদন্ত প্রতিবেদনে অর্থ আত্মসাতের বিষয়টি উঠে আসার পর আদালতে মামলাটি করা হয়।

বিসিআইসির পক্ষে আইনজীবী মোল্লা কিসমত হাবিব প্রথম আলোকে বলেন, বিসিআইসির সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের চুক্তিতে উল্লেখ আছে, সার খালাসের পর সেটি পৌঁছে দিতে না পারলে আর্থিক ক্ষতির দ্বিগুণ অর্থ পরিশোধ করতে হবে। এ কারণেই আর্থিক ক্ষতির দ্বিগুণ দাবি করে মানি স্যুট মামলা করা হয়েছে।
মেসার্স পোটন ট্রেডার্স সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানের (পোটন) মালিকানাধীন প্রতিষ্ঠান। সার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি তিনি। সংশ্লিষ্ট অনেকের দাবি, তিনিই মূলত দেশে সারের ব্যবসা নিয়ন্ত্রণ করেন।বিস্তারিত

অপরাধ অর্থ বাণিজ্য