রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আসছে

রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আসছে

রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো এবং বিদ্যমান নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে বাস্তবায়নে একমত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। পাশাপাশি ইউক্রেনকে আর্থিক সহায়তারও অঙ্গীকার করেছেন জোটের নেতারা।

আজ শুক্রবার শুরু হওয়া জাপানের হিরোশিমা শহরে জোটের শীর্ষ সম্মেলনে এসব বিষয়ে মতৈক্য হয়। এই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।

সম্মেলনে জোটের নেতারা নিজেদের দেশের ও চীনের অর্থনীতির মধ্যে ক্রমবর্ধমান টানাপোড়েনের বিষয় নিয়েও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল রোববার পর্যন্ত এ সম্মেলন চলবে। ওই দিন জেলেনস্কি সশরীর উপস্থিত থাকতে পারেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ

এক যৌথ বিবৃতিতে জি-৭ নেতারা বলেন, রাশিয়ার ওপর আরোপিত বিদ্যমান বিধিনিষেধগুলোর পরিধি আরও বাড়ানো হবে এবং ইউক্রেনের বিরুদ্ধে দেশটির ১৫ মাসের যুদ্ধে সহায়তা করতে পারে, এমন যেকোনো রপ্তানি জি-৭ জোটের দেশগুলোতে নিষিদ্ধ থাকবে।বিস্তারিত

 

আন্তর্জাতিক