রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এলাকার ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটারের মধ্যে সড়কের প্রশস্ততা ১০০ ফুট থাকলে প্লট পরিবর্তন করে বাণিজ্যিক ব্যবহারের অনুমতি দেবে সংস্থাটি। এসব প্লট পরিবর্তনে দিতে হবে নির্ধারিত ফি। এর মধ্যে গুলশান, বনানী এলাকায় আবাসিক প্লট পরিবর্তন করে বাণিজ্যিক প্লটে রূপান্তর করতে কাঠাপ্রতি ১ কোটি টাকা ফি দিতে হবে। বারিধারা ও উত্তরায় প্লট পরিবর্তনে দিতে হবে ৫০ লাখ টাকা। এ ছাড়া সুপারিশ করা এলাকায় আগে থেকে বাণিজ্যিক ব্যবহার করা প্লটসমূহের মালিকদের ৬ মাসের মধ্যে অনুমতি নিতে হবে। না হলে আইনগত ব্যবস্থা নিতে পারবে রাজউক। সম্প্রতি গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মাসের শুরুর দিকে রাজউকের আওতাধীন গুলশান, বনানী, বারিধারা ও উত্তরা (প্রথম ও দ্বিতীয় পর্ব) এলাকার আবাসিক প্লটগুলো বাণিজ্যিক প্লটে পরিবর্তনের বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, আবাসিক প্লটগুলো বাণিজ্যিক প্লটে পরিবর্তনের জন্য প্লটসংলগ্ন রাস্তার প্রশস্ততা ন্যূনতম ১০০ ফুট হতে হবে।বিস্তারিত