গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রায় দুই-তৃতীয়াংশ কেন্দ্রের ফলে সুস্পষ্ট ব্যবধান ধরে রেখে সবার থেকে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। মোট ৪৮০টি ভোটকেন্দ্রের মধ্যে ৩০০ কেন্দ্রের ফলেও তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে এগিয়ে আছেন ১৫ হাজারের বেশি ভোটে।
গাজীপুর সিটি নির্বাচনের সবশেষ ফলাফল বলছে, ৩০০ কেন্দ্রে এক লাখ ৫৬ হাজার ৩৭৫ ভোট পেয়েছেন টেবিল প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন। সমানসংখ্যক কেন্দ্রে নৌকার প্রার্থী আজমত উল্লা পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৬৭৫ ভোট। অর্ধেকেরও বেশি কেন্দ্রে জায়েদা খাতুন এগিয়ে রয়েছেন ১৫ হাজার ৪০০ ভোটে।
গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে’ ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার সকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ভোট। ভোট চলাকালে কোনো প্রার্থীই পরিবেশ নিয়ে কোনো ধরনের অভিযোগ জানাননি। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন তারা।বিস্তারিত