মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর কমেছে আর তাতে নিশ্চিত হয়ে গেছে, ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক শক্তি জার্মানি মন্দার কবলে পড়েছে।
জার্মানির সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে জার্মানির অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। তার আগে গত বছরের শেষ প্রান্তিকে, অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর সময়ে দেশটির অর্থনীতি শূন্য দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছিল।
কোনো দেশের অর্থনীতি পরপর দুই ত্রৈমাসিকে হ্রাস পেলে বলা যায় সে দেশ মন্দার কবলে পেড়েছে। সেই সূত্র মেনেই জার্মানি মন্দার কবলে পড়েছে।
ডেনমার্কের ডনেস্ক ব্যাংকের গবেষক স্টেফান মেলিন বলেছেন, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে সংকোচনের পর থেকেই ধীরে ধীরে মন্দার প্রভাব বাড়ছে জার্মানিতে। তখন থেকেই ছাঁটাইয়ের সংখ্যা বাড়ছে। তবে শুধু ইউরো নয়, ইয়েনসহ বিশ্বের ছয়টি গুরুত্বপূর্ণ মুদ্রার দাম গত সপ্তাহে ডলারের তুলনায় কমেছে বলে জানান তিনি।বিস্তারিত