যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি: সতর্কবার্তা হিসেবে দেখছে সব পক্ষ

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি: সতর্কবার্তা হিসেবে দেখছে সব পক্ষ

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়ায় বাধা দেওয়া ব্যক্তিদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টিকে সতর্কবার্তা হিসেবে দেখছে সব পক্ষ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সংশ্লিষ্ট সবাই যুক্তরাষ্ট্রের ওই হুঁশিয়ারি বার্তা আমলে নিয়েছে। ওই দলগুলোর প্রতিনিধিরা গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত বুধবার বাংলাদেশের জন্য নতুন যে ভিসানীতি অনুমোদন করেছেন তা সরকারি, বিরোধী পক্ষ, সামরিক-বেসামরিক কর্মী, নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগসহ সবার জন্য প্রযোজ্য হবে।বিস্তারিত

জাতীয়