সম্প্রতি কক্সবাজার সফরের পর গার্ডিয়ানের সঙ্গে কথা বলার সময় ডি শুটার বলেন, পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়ন থেকে পালিয়ে আসা শরণার্থীদের বেশিরভাগই বাংলাদেশের আশ্রয়ে বসবাস করছে। ডি শাটার বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা পাঁচ বছরেরও বেশি সময় আগে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। জাতিসংঘের শীর্ষ আদালতে একটি গণহত্যার মামলাও হয়।
তবে আন্তর্জাতিক দাতারা এখন অন্য নানা স্থানে সংকটের কারণে নিজেরাও সংকটে আছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সম্প্রতি ঘোষণা করেছে, তহবিলের অভাবে তারা রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ভাতা জনপ্রতি মাত্র ৮ ডলারে নামিয়ে আনতে বাধ্য হয়েছে।বিস্তারিত