৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটির বাজেট সংসদে উপস্থাপন কাল অধিবেশন শুরু আজ

৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটির বাজেট সংসদে উপস্থাপন কাল অধিবেশন শুরু আজ

উচ্চ মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈশ্বিক সংকট, ডলার সংকট, ব্যবসা-বিনিয়োগ ও কর্মসংস্থানে মন্দা, জাতীয় সংসদ নির্বাচনসহ নানামুখী চাপ সঙ্গে করে টানা তৃতীয় (১৫ বছর) মেয়াদের শেষ বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। আগামী ২০২৩-২৪ অর্থবছরের এ বাজেটের মোট আকার হতে পারে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এ বাজেট আগামীকাল জাতীয় সংসদে ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে ডলার সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্রকল্প চলমান রয়েছে। এর বিপরীতে দেওয়া শর্ত পরিপালন করতে গিয়ে গ্যাস-বিদ্যুতের দাম দফায় দফায় বাড়াচ্ছে সরকার। যার প্রভাব পড়ছে জনজীবনে। এ ছাড়া ব্যাংক, আর্থিক ও রাজস্ব খাতে ব্যাপক সংস্কার আনতে হবে সরকারকে; প্রতি বছর ৫ শতাংশ হারে করদাতা বাড়াতে হবে।

শুধু তাই নয়, আর মাত্র ছয় মাস পরই জাতীয় সংসদ নির্বাচন। বহুমুখী চাপের মুখে এ নির্বাচন সামনে রেখে জনগণকে সামান্য হলেও স্বস্তি দিতে চায় সরকার। এজন্য সামাজিক নিরাপত্তাসহ বহুরকম নির্বাচনী কর্মসূচি থাকছে বাজেটে।বিস্তারিত

অর্থ বাণিজ্য জাতীয়