সামষ্টিক অর্থনীতিকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে ডলার সংকট। ফলে টানা দুই বছরেরও বেশি সময় ধরে মুদ্রাবাজারে বিরাজ করছে চরম বিশৃঙ্খলা। গত বছরের জুনের প্রথম সপ্তাহে প্রতি ডলারের দাম ছিল ৯৩-৯৫ টাকা। এখন সেটা দাঁড়িয়েছে ১০৮ টাকায়। খোলা বাজারে এই দর আরও বেশি। তার আগে ২০২২-এর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন সংকট শুরুর প্রাক্কালে প্রতি ডলার ছিল ৮৫-৮৬ টাকা। গত বছরের ৩১ মে পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪২ দশমিক ২ বিলিয়ন ডলার। আর চলতি বছরের ৩১ মে-তে সেটা নেমে এসেছে ২৯ দশমিক ৯ বিলিয়ন ডলারে। এদিকে ডলারের সংকট কাটাতে টানা দুই বছরেরও বেশি সময় ধরে নানা ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা কোনো কাজে আসেনি। ফলে মুদ্রাবাজার নিয়ন্ত্রণে প্রস্তাবিত ২০২৩-২৪ বাজেটে ছয়টি কৌশলের কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেগুলো হলো- আমদানিতে কড়াকড়ি চলবে আরও এক বছর। রপ্তানি বাড়াতে নতুনবাজার অনুসন্ধান করা হবে। অবশ্য এ নতুন বাজার অনুসন্ধানের কথা আরও অনেক আগে থেকেই বলে আসছে সরকার। ইউরোপ, আমেরিকার বাইরে অন্য কোনো রিজিয়নে রপ্তানি বাজার কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে নির্দেশনাও দিয়েছেন অর্থমন্ত্রী। রেমিট্যান্স বৃদ্ধির জন্য এ খাতে প্রণোদনা অব্যাহত রাখা হবে।বিস্তারিত