বিদ্যুৎ না থাকা ও লোডশেডিং নিয়ে উত্তপ্ত সংসদ। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা এ জন্য মন্ত্রণালয়কে দায়ী করেছেন। তারা বলেছেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের নিজেদের মধ্যে সমন্বয় নেই, যার ফলে আজ এ অবস্থা। কোনো সময় বিদ্যুৎ থাকবে না, কোনো সময় থাকবে- কেউ কিছুই জানে না। একেবারে নো ম্যানস ল্যান্ডের মতো অবস্থা তো চলে না। কেন বিদ্যুৎ নেই, কখন থাকবে না তা জনগণকে জানান। এ সময় সংসদ নেতাকে ‘ঘসেটি বেগম’ থেকে সতর্ক থাকার পরামর্শ দেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। গতকাল একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সম্পূরক বাজেট পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন।
আলোচনায় অংশ নেন কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, রুস্তম আলী ফরাজী, রওশন আরা মান্নান, শামীম হায়দার পাটোয়ারী, গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান প্রমুখ। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে উপস্থিত ছিলেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যবস্থাপনা নিয়ে সংসদে তীব্র সমালোচনা হলেও ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ খাতে ৩২ কোটি ৪৬ লাখ ৪ হাজার টাকা সম্পূরক বাজেট’ পাস করা হয়। কণ্ঠভোটে তা পাস হয়।বিস্তারিত