বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) ভোর থেকে এই যানজট সৃষ্টি হয়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু পূর্বপার থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস সড়ক পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার মহাসড়কে থেমে থেমে চলছে বিভিন্ন ধরণের যানবাহন। মহাসড়কের উপর পণ্যবাহী ট্রাক বিকল হওয়ার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সকাল ৮টা ১৫ মিনিটে এলেঙ্গা পৌরসভার জালদহ বিল এলাকায় সরেজমিন দেখা যায়, চার লেন রাস্তার দুইদিকেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে সারি সারি গাড়ি। ভ্যাপসা গরমে যাত্রীরা গাড়ি থেকে নেমে রাস্তার পাশে গাছের নিচে অথবা দোকানে আশ্রয় নিয়েছেন অনেকেই।

ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক ড্রাইভার মো. মজনু মিয়া বলেন, খালি ট্রাক নিয়ে বগুড়া যাচ্ছি। ফেরার সময় সবজি নিয়ে ফিরবেন তিনি। তবে যানজটের কারণে সময় মত না পৌঁছাতে পারলে সবজির ক্ষতি হয়ে যাবে।

একই কথা যাত্রীদের মুখেও। মহাসড়কের দুইপাশে ভালো কোনো হোটেল না থাকার কারণে পানি এবং খাদ্য সংকটেও ভুগছেন অনেকে। তবে দু’চারজন হকারকে দেখা গেছে পানির বোতল বিক্রি করতে।

দীর্ঘ যানজট সম্পর্কে এলেঙ্গা হাইওয়ে পুলিশ কর্মকর্তা মো. শরিফ উদ্দিন বলেন, গতকালও এই রকম যানজট সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে গেছে। যানজট নিরসনে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

সারাদেশ