জামায়াত কেন হঠাৎ মাঠে

জামায়াত কেন হঠাৎ মাঠে

দীর্ঘ এক দশক পর রাজধানীতে প্রকাশ্যে সমাবেশ করল নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী। চলমান সরকারবিরোধী আন্দোলনসহ নানা দিক দিয়ে চাপে থাকা সরকার কি বাধ্য হয়েই জামায়াতের প্রতি নমনীয় হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ আছে? এ নিয়ে সবারই প্রশ্ন জামায়াত কেন হঠাৎ মাঠে। প্রসঙ্গত, সর্বশেষ ২০১৩ সালের ৪ মার্চ মতিঝিলে প্রকাশ্যে সমাবেশ করে জামায়াতে ইসলামী।

সংশ্লিষ্টরা বলছেন, এক যুগ ধরে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সিনিয়র নেতারা দল হিসেবে জামায়াতকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যায়িত করে নিষিদ্ধ করার দাবি করেছেন। বলেছিলেন, জামায়াতকে নিষিদ্ধ করা শুধু সময়ের ব্যাপার মাত্র। নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো সেই জামায়াত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হঠাৎ প্রাকাশ্যে সরব হয়েছে। প্রশ্ন উঠছে, দলটিকে হঠাৎ প্রকাশ্যে সমাবেশ করতে প্রশাসনের অনুমতি দেওয়ার নেপথ্যে কী কারণ? তারা বলছেন, যেহেতু বাংলাদেশের সংবিধানে কোনো রাজনৈতিক দলের নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকলেও সভা-সমাবেশ করার স্বাধীনতা রয়েছে, সেহেতু নিবন্ধন হারানো জামায়াতকে সমাবেশ করতে দিয়ে সরকার দেশবিদেশে এই বার্তা দিতে চাইছে যে, সরকার দেশের রাজনৈতিক দলগুলোকে অবাধে সভা-সমাবেশ করতে দিচ্ছে। এখানে সরকারের অহেতুক কোনো হস্তক্ষেপ নেই।বিস্তারিত

রাজনীতি