দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় ‘মনোনয়ন মিস’ শঙ্কায় আওয়ামী লীগের নেতা ও দলীয় সংসদ সদস্যরা। চ্যালেঞ্জিং ভোটের প্রস্তুতি হিসেবে বিতর্কিত ও অজনপ্রিয় নেতাদের এবার মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এ কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির কয়েকজন শীর্ষ নেতা, প্রভাবশালী মন্ত্রী ও শতাধিক সংসদ সদস্যকে দলের প্রার্থী হিসেবে দেখা যাবে না বলে একাধিক সূত্রে জানা গেছে। কোনো কোনো সূত্র বলছে, নির্বাচন ঘনিয়ে এলে এ সংখ্যা আরও বাড়তে পারে। ওই আসনগুলোয় যারা ভোট টানতে পারবেন, সাধারণ মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে এমন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। বেশ কিছু আসনে অধিকতর যোগ্য প্রার্থীদের সুযোগ দিয়ে দলের বিজয়ের সম্ভাবনা বাড়াতেও প্রার্থী পরিবর্তন করবে আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনে জয় নিশ্চিত করতেই এ পরিবর্তন আনবে ক্ষমতাসীন দলটি। দলের একাধিক সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে সংসদে থাকা অনেক সংসদ সদস্য এখনই নিশ্চিত হয়েছেন, তারা দলীয় মনোনয়ন পাচ্ছেন না। এদের কেউ কেউ ‘ঝুঁকি’ এড়াতে এলাকায় গণসংযোগ বাড়িয়েছেন। আবার কেউ কেউ এলাকায় যাওয়া-আসা ছেড়ে দিয়েছেন। জানা গেছে, আওয়ামী লীগ সভানেত্রী নিজস্ব লোকের মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে সংসদীয় আসনের জরিপ করছেন। বিস্তারিত