গত বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশবিষয়ক সমন্বিত কৌশলপত্রে বাংলাদেশে তাদের লক্ষ্য ও ঝুঁকিগুলো উল্লেখ করা হয়। এর ধারাবাহিকতায় গত মাসে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে দেশটি।
এ অবস্থায় গত ২০ মে ইউএসএআইডি বাংলাদেশে সে দেশের উন্নয়ন সহযোগিতা কৌশলপত্র সংশোধন করেছে। ২০২০ সালে করা কৌশলপত্রের মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত। এবার সংশোধনের সময় এর মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত বছর এপ্রিলে প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কৌশলপত্রে যে বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল সেগুলো হলো গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার জোরদার করা, শ্রমমান, ব্যবসা পরিবেশ, জলবায়ু ও মহামারি মোকাবেলায় প্রস্তুতির ক্ষেত্রে উন্নতি করা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ও বিশ্বে নিরাপত্তায় ভূমিকা রাখার ক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্য বৃদ্ধি, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্য বৃদ্ধি করা এবং তৃতীয় দেশে স্থানান্তর।বিস্তারিত