বিগত দুটি জাতীয় নির্বাচনের চেয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকটাই ‘চ্যালেঞ্জিং’ হবে, এটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নেতাকর্মীদের কাছে উল্লেখ করেছেন। আর এই চ্যালেঞ্জকে মাথায় রেখেই সম্ভাব্য নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে রেখেছেন তিনি। দলের সভাপতির নির্দেশনার আলোকে ক্ষমতাসীন দলটি ইতোমধ্যে নির্বাচনি কার্যক্রম শুরু করেছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার কথা থাকলেও অনানুষ্ঠানিক কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে দলটি। নির্বাচনের প্রস্তুতি হিসেবে দফায় দফায় বৈঠকও করছে কেন্দ্রীয় কমিটি। চলতি মাসের প্রথম সপ্তাহে গণভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ ছাড়াও একাধিক কার্যক্রম পরিচালনা করেছে দলটি। সর্বশেষ গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার মূল উদ্দেশ্য ছিল সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন। তবে জাতীয় নির্বাচনকে মাথায় রেখেই এ নির্বাচনে দলীয় কার্যক্রম পরিচালনার পরামর্শ আসে বৈঠকে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত