ভোটের চ্যালেঞ্জ অবৈধ অস্ত্র

ভোটের চ্যালেঞ্জ অবৈধ অস্ত্র

রাজনৈতিক কোন্দলে গত কয়েক মাসে নারায়ণগঞ্জ, কুমিল্লা, খুলনা, লক্ষ্মীপুরে একাধিক খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, এসব খুনের ঘটনায় অবৈধ অস্ত্র ব্যবহার করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে রাখা এখন বড় চ্যালেঞ্জ। আশঙ্কা করা হচ্ছে নির্বাচনে এসবের ব্যবহার বেড়ে যেতে পারে।

অপরাধ বিশেষজ্ঞদের মতে, কারা অবৈধ অস্ত্র দেশে আনছেন, কারা কিনছেন, কারা ব্যবহার করছেন- সার্বিকভাবে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। তাহলে পরিস্থিতির উন্নতি সম্ভব।

পুলিশের বিশেষ শাখার (এসবি) হালনাগাদ বৈধ অস্ত্রের তথ্যভান্ডার ফায়ার আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম (এফএএমএস) সূত্র থেকে জানা যায়, দেশে বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে ৪৪ হাজার ১০৪টি। এর মধ্যে ৪০ হাজার ৭৭৭টি অস্ত্র বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত। পুলিশ বলছে, বৈধ অস্ত্র ব্যবহার করে কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের দ্রুত শনাক্ত করার জন্য এই তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। সূত্র জানায়, গত বছর আগস্ট থেকে অস্ত্রের লাইসেন্স পেতে দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপারের কাছে এসবির ক্লিয়ারেন্স নিতে আবেদন করেছেন একাধিক স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতা।বিস্তারিত

জাতীয়