এশিয়ান ইউনিভার্সিটিতে অনিয়ম, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ

এশিয়ান ইউনিভার্সিটিতে অনিয়ম, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ

বিশ্ববিদ্যালয়ের নামে বাড়িভাড়া খাতে দুর্নীতি, প্রতিষ্ঠালগ্ন থেকে কোষাধ্যক্ষ ছাড়াই বেআইনিভাবে তহবিল পরিচালনাসহ নানা রকম অনিয়মের প্রমাণ পাওয়া গেছে ২৭ বছরের পুরোনো বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিরুদ্ধে। এ জন্য বিশ্ববিদ্যালয়টির বিষয়ে বিভিন্ন রকমের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

কয়েক দিন আগে শিক্ষা মন্ত্রণালয় এসব নির্দেশ দিয়েছে। ইউজিসি সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের নানা অভিযোগের বিষয়ে তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন জমা দিয়েছিল ইউজিসি। এখন তারই আলোকে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

সংকট সঙ্গে করেই চালু হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়

জানতে চাইলে ইউজিসির সদস্য বিশ্বজিৎ চন্দ প্রথম আলোকে, এখন যে বিষয়গুলো ইউজিসির এখতিয়ারের মধ্যে পড়ে সে বিষয়ে ইউজিসি ব্যবস্থা নেবে। বাকি বিষয়ে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার এ কে এম এনামুল হক প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে কিছু বিষয় বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে, শিক্ষকের সংখ্যাও বাড়ানো হয়েছে। আর কিছু বিষয়ে আরও পরিষ্কার হওয়া দরকার। সে জন্য ইউজিসির সঙ্গে সভা করার জন্য সময় চাওয়া হয়েছে। অন্যদিকে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। তাঁদের চাওয়া অনুযায়ী ইতিমধ্যে কিছু কাগজপত্র দেওয়া জমা দেওয়া হয়েছে। সেখানেই বেরিয়ে আসবে কোনটা সত্য, আর কোনটি মিথ্যা।বিস্তারিত

শিক্ষা